কেশবপুর প্রতিনিধি :কেশবপুরের পল্লীতে হাবিবুর রহমান রনি (৩৫) নামে এক ইজিবাইক চালক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে ও ঝলসে গিয়ে মারাত্মক আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের লোকজন।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার শিকারপুর বাজারে। সে শিকারপুর গ্রামের বজলুর রহমান সানার ছেলে। এলাকার প্রত্যক্ষদর্শী রাজিব বিশ্বাস জানান, হাবিবুর রহমান মানুষিক বিপর্যস্ত। সে ১পুত্র ও ২কন্যা সন্তানের জনক। ঘটনার সময স্থানীয় বাজার থেকে ২লিটার পেট্রোল কিনি গায়ে ঢেলে আচমকা আগুন ধরিয়ে দেয়। তাতখনিক এলাকা বাসির সহায়তায আগুন নিভিয়ে
ফেললেও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। সাথে সাথে ৯৯৯এ কল কর এম্বুলেন্স এনে প্রথমে খুলনা মেডিকেলে পর ঢাকা বার্ণইউনিটে ভর্তি করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত রোগীর অবস্থা আশংকা জনক।

