কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর থানাধীন চিংড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ শামীম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর গ্রামে অভিযান চালিয়ে ৮১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বেগমপুর গ্রামের মৃত ইনছান গাজীর ছেলে সাজ্জাদ গাজী (৫০)। চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

