শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালন

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মাহে ১২ রবিউল আউয়াল (ঈদ-ই-মিলাদুন্নবী) উপলক্ষে হামদ/নাত, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

 

 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ- সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেশবপুর প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবীর দিনটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের। আমাদের প্রিয় নবী ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে একই দিনেই তিনি ইন্তেকাল করেন। মহানবীর আগমনের আগে আরব জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নানা
অনৈতিক কাজ ও বিশৃঙ্খলায় লিপ্ত ছিল।

আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ
(সাঃ) এঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে হামদ/নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী   বিজয়ীদের মাঝে পুরুষ্কার
বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা
বাবু, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির প্রচার
ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, সাংবাদিক আব্দুল হাই সিদ্দিক, হারুনর রশীদ বুলবুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।

আরো পড়ুন

সর্বশেষ