শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ উদযাপন

আরো খবর

 কেশবপুর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এর উদ্যোগে এ উপলক্ষে অতিথিবরণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক ময়দানে বিভিন্ন সাজে অনুষ্ঠানে আসে হাজারও মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সংগঠন উল্লাসের সাধারণ সম্পাদক উৎপল দে, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ। #

আরো পড়ুন

সর্বশেষ