শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে এমপি আজিজকে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

আরো খবর

 

 

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে কেশবপুর উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে এ উপলক্ষে পৌর শহরের খান মার্কেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কনক সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত এমপি আজিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন   পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনোরঞ্জন দে মনু, সহ-সভাপতি গোপাল চন্দ্র পাইন, তপন দে, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক রায়, সাংগঠনিক সম্পাদক

 

গৌতম কর্মকার, কোষাধ্যক্ষ গৌতম সেন, তাপস দে, গোকূল কর্মকার, সদস্য তুষার কান্তি দে, সঞ্জয় সেন, সঞ্জয় দে এবং উৎপল দে।

অনুষ্ঠানে এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ