বিশেষ প্রতিনিধি:কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সংবর্ধিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তপন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ জনাব আলী, সদস্য দুলাল চন্দ্র সাহা, সমীর দাস, মনিরা খানম, শহিদুজ্জামান শহিদ, হাবিবুর রহমান, উত্তম বসু, আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

