শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে এমপি আজিজের কঠোর হুশিয়ারি,অন্যায়কারি ভাই হলেও ছাড় নেই

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সন্ত্রাস দুর্নীতি মাদক এবং নিয়োগ বানিজ্য বন্ধে কঠোর হুশিয়ারি দিলেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। তিনি বলেছেন,কেশবপুরে কেউ কোন অপরাধ করলে তার কোন ক্ষমা হবে না। ”সে হোক আমার ভাই, আত্বীয়,কর্মী সমর্থক বা আপন কেউ”। আপনারা খেয়াল রাখবেন এমপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ মূলক কর্মকান্ড করছেন কিনা। সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজিজুল ইসলাম বলেন, উপজেলার প্রত্যেক ইউনিয়নে অভিযোগ বক্্র থাকবে। সরাসরি বলতে না পারলে বক্্ের অভিযোগ দেবেন। আমরা ব্যবস্থা নেব। তিনি কেশবপুরে সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার কেশবপুর পাবলিক ময়দানে উপস্থিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

 

এদিন দুপুরে তিনি যশোর বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

আগে থেকেই সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কর্মী সর্মথকরা। কর্মী সমর্থকদের গাড়ীবহর নিয়ে এমপি আজিজুল ইসলাম একটি খোলা জিপে কেশবপুরে পৌঁছান।এসময় প্রেসক্লাব থেকে মেইন রোডের দুই ধারে সর্ব সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তারা দর্শকদের হাত নেড়ে অভিনন্দন জানান এবং সর্ব স্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

পরে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠে)উপস্থিত কর্মী-সমর্থকসহ উপজেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন আজিজুল ইসলাম। এসময় তিনি বলেন কেশবপুর উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড ,চাঁদাবাজী নিয়োগ বাণিজ্য, মাদক ব্যাবসা ও মাদক সেবন ,ঘের দখল, টেন্ডারবাজী দখলবাজি করা যাবে না। কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকরি হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না।

এমপি আজিজুল ইসলাম আরো বলেন, কেশবপুর উপজেলা বাসি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যারা আমার জন্য কষ্ট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেশবপুর সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচ কে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভালোবাসার জায়গা। আমি তাঁদের অনুসারী।

নির্বাচনে যারা আমাকে ভোট দেননি, আমার বাইরে নির্বাচন করেছে, তাদেরকে আঘাত করা যাবে না। তাদেরকে আঘাত করলে তাদের পরিবারের লোকজনও কষ্ট পাবে। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি চাই কেশবপুর উপজেলার প্রতিটি পরিবার আমাকে যেন তাদের সন্তান মনে করে। আমি কেশবপুর বাসির সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই। আমি আপনাদের সুখ-দুখের সাথী হয়ে থাকতে চাই। আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইনের উর্ধ্বে নই।

বুধবার সংসদ ভবনে শপথ নেন আজিজুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার সকালে ঢাকার বনানী কবরস্থানে প্রয়াত সাবেক সফল শিক্ষামন্ত্রী এ এস এইচকে সাদেকের কবর জিয়ারত করেন এবং দুপুরে ফিরে আসেন এলাকায়।

নব নির্বাচিত এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে দুপুর ১২ টায় বিমানবন্দরে হাজারো নেতা কর্মীদের ঢ্ল নামে। সকাল থেকে নেতা কর্মীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে যশোর বিমানবন্দরে জড়ো হতে থাকে।
আজিজুল ইসলাম দুপুর ১২ টায় বিমানবন্দরে অবতারণ করেন। এ সময় বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নেতাকর্মীদের ভীড়ের কারণে পরিবেশ ঠিক রাখতে প্রাইভেট কারের ভিতর থেকে হাত নাড়িয়ে নেতা-কর্মীদেরকে স্বাগত জানান।
তারপরে একই সাথে কেশবপুরের উদ্দেশ্যে সাড়ে ১২ টার দিকে রওনা হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুরের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা শামীম রেজা, তরিকুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ। সআজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রায় ২শত প্রাইভেট কার, ১শত মোটরসাইকেল নিজেদের খরচে কেশবপুর থেকে যশোর বিমান বন্দরে আসেন।

আরো পড়ুন

সর্বশেষ