কেশবপুর প্রতিনিধি: এবার কেশবপুরে কাইচি মার্কার নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার হোসেন মোহম্মদ ইসলাম। শনিবার নারায়ণপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি কাইচি মার্কায় যোগ দেন। হোসেন মোহম্মদ ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।
এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ^াস শহীদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রতাপ মন্ডল।
এর আগে উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান নেতৃবন্দ সাথে নিয়ে কাইচ মার্কার পক্ষে যোগ দেন। যশোর -৬ সংসদীয় আসনে কাইচি মার্কা নিয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন।

