শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে কৃষকের মাঝে ৩ হাজার নারিকেলের চারা বিতরণ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বুধবার দুপুরে কৃষকের মাঝে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে ৬০০ জন কৃষকের মাঝে ৩ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে ৫টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ