শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে  কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আরো খবর

  কেশবপুর (যশোর )প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর সাহেব বাড়ির মাঠে সরকারী কালভার্ট বন্ধ করে কৃষি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি ও ফসলের ক্ষতি সাধন করার কারণে চাঁদড়া গ্রামের আবু বকর সিদ্দিক  সরদারের ছেলে  মাটি ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অপরাধের তথ্য পেয়ে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শরিফ নেয়াজ ঘটনা স্হলে পৌছে খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাটি ব্যবসায়ী চাঁদড়া গ্রামের ফারুক হোসেন কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ০৪ ধারার আইনে  পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন  এবং মোসেলকা নেন কৃষি জমির মাটি কাটবো না, ফসলের ক্ষতি করব না। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের অফিস সহকারি হাদিউজ্জামানসহ পুলিশ ফোর্স।

আরো পড়ুন

সর্বশেষ