শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন 

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোরের কেশবপুরে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) সকালে “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”এই স্লোগান নিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটি এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিজিএফ) এর আয়োজনে পৌরশহরের ত্রিমোহিনী মোড় চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে সুজন-সুশাসনের জন্য নাগরিক কেশবপুর উপজেলা শাখার সভাপতি হাজী রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহার হোসাইন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি এবং সুজনের প্রচার সম্পাদক শামীম আখতার মুকুল, বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সুজন-সুশাসনের জন্য নাগরিক কেশবপুর শাখার এম্বাসেডর বাবুর আলী গোলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহার নুরী, ইউপি সদস্য নাজমা বেগম, পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুনছুর আলী।

এসময় উপস্থিত ছিলেন, বায়সা দাখিল মাদ্রাসার সুপার এম.এম আব্দুর রহমান, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলাম, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, আইডিয়াল কলেজের প্রভাষক এস.এম রোকনুজ্জামান, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান লাল্টুসহ সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ