শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে গোপনে মাদরাসা কমিটি গঠনের পাঁয়তারা, ইউএনওর হস্তক্ষেপ কামনা

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুরের গোলাঘাটা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন মাদরাসার ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা।

তাঁদের দাবি, মাদরাসা সুপার গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে চলেছেন এবং অভিভাবকরা এ বিষয়ে কিছুই জানেন না। এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ চেয়ে অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

 অভিযোগ সূত্রে জানা যায় সরফাবাদ গ্রামের মো. তৌহিদুজ্জামান নয়ন ও মির্জাপুরের মো. রবিউল আলম সহ অন্যান্য অভিভাবকগণ উল্লেখ করেন যে, তাঁদের সন্তানরা ওই মাদরাসার নিয়মিত ছাত্রী হওয়া সত্ত্বেও কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে তাঁদের অবগত করা হয়নি।

কমিটি গঠনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেমন খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে তা শ্রেণিকক্ষে পাঠ করা বা ব্যাপক প্রচার করা হয়নি। সব কাজ মাদরাসা সুপার গোপনে নিজেই সম্পন্ন করেছেন।অভিভাবকরা বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, গত ২৬/১০/২০২৫ ইং তারিখেই কমিটি গঠনের মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন হতে চলেছে।

 পূর্বেও সুপার গোপনে কমিটি গঠন এবং বিশাল নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ করা হয়, যা এলাকার লোকজনের মধ্যে বর্তমানে ক্ষোভ সৃষ্টি করেছে।

 

অভিভাবকরা তাঁদের আবেদনে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি সদয় অবগত করার অনুরোধ জানিয়েছেন। তাঁরা আবেদন করেছেন যেন ইউএনও মহোদয় বর্তমান কমিটি গঠনের প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়মিত কমিটি গঠনের তফসীল ঘোষণা করেন এবং ব্যাপক প্রচারের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কমিটি গঠন নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

 

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করবেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ