রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে চারজনকে পিটিয়ে জখম

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যশোরের কেশবপুরে একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলা শেখপাড়া গ্রামের মুফতি তাহেরুজ্জামান, তার ভাই মুফতি মনিরুজ্জামান, ছেলে তহিদুজ্জামান ও তামজিদ জামান।
হাসপাতালে ভর্তি আহত মুফতি তাহেরুজ্জামান জানান, তার সাথে প্রতিবেশি মুফতি আব্দুল কাদের ওরফে মুন্না, মুফতি তানভীর হোসেন ওরফে নাইম, মুফতি আব্দুল কাদেরের সাথে জমি নিয়ে দীর্ঘদির বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে লাঠিশোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে করে তারা মারাত্মক আহত হন। এ ঘটনায় মুফতি তাহেরুজ্জামান বাদী হয়ে কেশবপুর থানায় মুফতি আব্দুল কাদের ওরফে মুন্না, মুফতি তানভীর হোসেন ওরফে নাইম, মুফতি আব্দুল কাদের, রিফাত হোসেন ও লাকী বেগমকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ