কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান গণসংযোগ করেছেন।শুক্রবার দুপুরে উপজেলার ভালুকঘর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান বিশ্বাস, ছাত্র সমাজের সদস্য নাইমুর রহমান আলিফ প্রমুখ। এ ছাড়া এদিন হাবিবুর রহমানের নানা ভালুকঘর গ্রামের সমাজসেবক ইমান আলী মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার উদ্যোগে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে উপ নির্বাচনে হাবিবুর রহমানকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হয়। তিনি আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চালাদারের প্রতিদ্বন্দ্বি ছিলেন।
ওই আসনের এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। হাবিুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ওই আসন থেকে নির্বাচন করতে চান।

