যশোরের কেশবপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জনাব আবুল হোসেন আজাদ।
বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান আলা উদ্দিন আলা , বিএনপি নেতা কুতুবুদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, আকরাম হোসেন, যুবনেতা আলমগীর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেশবপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহীদ।

