কেশবপুর (যশোর)প্রতিনিধি:যশোরের কেশবপুরে গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ৮ নং সুফলাকাটি ইউনিয়নে দুষ্কৃতিকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুত করা মঞ্চ ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরে বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা বিএনপি’র জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছিল।
এ উপলক্ষে টাঙ্গানো ব্যানার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এর সময় দুষ্কৃতিকারীরা কলাগাছি পল্লী উন্নয়ন ক্লাব ও পাঠাগারের ভিতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় অন্তোস দেখা দিয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) খান শরিফুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

