কেশবপুর উপজেলা সংবাদদাতা :-
১৫আগস্ট জাতীয় শোক দিবেস কেশবপুর পৌরশহর জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করায় ৩ জনকে ৫০০০ টাকা জরিমনা করেেন কেশবপুরের সহকারী কমিশনার আরিফুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত জানাই, সরকার ঘোষিত পতাকা যথাযথ ভাবে উত্তলন না করার অপরাধে শহরের ৩ব্যাবসায়ী কে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

