কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩জুলাই থেকে ২৮ জুলাই) ২০২২ উপলে ২৩ জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী ঘোষণা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়া রাসেল প্রমুখ।
সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে ২৩ জুলাই ছিল মাইকিং, ফেসটুনের মাধ্যমে প্রচারণা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়, আজ ২৪ জুলাই র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শনী, ২৫ জুলাই প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইলকোট পরিচালনা, ২৭ জুলাই মৎস্যচাষীদের সেবা প্রদান এবং ২৮ জুলাই মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হবে।
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

