সিদ্দিকুর রহমান , কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। অভিযানে তার কাছ থেকে ৮১ হাজার ৮’শত টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে, যার নম্বর -১০। মঙ্গলবার সকালে আটকৃতকে আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ।
সোমবার বিকেলে র্যাব-৬-এর অধীন সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার মাগুরখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আবু হানিফকে সন্দেহজনক অবস্থায় আটক করা হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জাল টাকা ও জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক আবু হানিফ কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
র্যাব কর্মকর্তারা জানান, জাল টাকা দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে, মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই ওমর ফারুক বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

