শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডাঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়।
এ ছাড়া বেলা ১১টার দিকে কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো পড়ুন

সর্বশেষ