শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ডাক্তার দেখাতে এসে  ট্রাকের চাপায় লাশ হলেন যুবক

আরো খবর

 কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ডাক্তার দেখাতে এসে  ট্রাকের চাপায় লাশ হলেন হতভাগ্য যুবক গাব্রিয়েল বিশ্বাস (৪২)। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে যশোর সাতক্ষীরা সড়কের মাদারতলা নামক স্থানে। সে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে যশোর সাতক্ষীরা সড়কের মধ্যকুল মাদারতলা নামক স্থানে গাব্রিয়েল বিশ্বাস স্থানীয় পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে আসেন।
চিকিৎসকের বাড়ি সংলগ্ন এলাকায় যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে প্রস্রাব করার সময় পিছন দিক থেকে একটি দ্রæতগতির ট্রাক তাকে পিষে দিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান গাব্রিয়েল বিশ্বাস। এ তথ্য নিশ্চিত করেছেন কেশবপুর ফায়ার স্টেশনের লিডার নাজিম উদ্দিন।
ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপ পরিদর্শক (এস আই) লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় নিয়ে যাওয়া হবে। আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক্টের চালক এবং সহকারী দুজনেই পালিয়ে গেছে।

আরো পড়ুন

সর্বশেষ