কেশবপুর প্রতিনিধিঃ-
গতকাল কেশবপুর উপজেলার টিটাবাজিদপুর গ্রামে দুঃস্থ,
অসহায় ও শীতার্থ ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা
হয়েছে। রবিবার বিকালে ব্যাক্তিগতভাবে ২ শত দুঃস্থ্য,
অসহায় ও শীতার্থদের মাঝে ব্যাক্তিগতভাবে কম্বল বিতরণ
করেন মেসার্স আল-সাবাহ ইন্টারন্যাশনাল এর
স্বত্তাধিকারী টিটাবাজিদপুর গ্রামের আব্দুল মোত্তালেব
সরদারের পূত্র আবুল কালাম। টিটাবাজিদপুর উত্তরপাড়া
ঈদগাহ ময়দানে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন এসি আই লিমিটেডের মার্কেটিং
অফিসার আল আমিন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান
(ননু), আব্দুল গফ্ফার, আব্দুর রাজ্জাক, রুহুল কুদ্দুস, শহিদ
আলম বাবু, মেসার্স আল-সাবাহ ইন্টারন্যাশনাল এর
সুপারভাইজার রায়হান আলী, সাইফুল ইসলাম সরদার
প্রমুখ।
