শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে দুধে ভেজাল: ৩ ঘোষকে তিন লাখ টাকা জরিমানা

আরো খবর

সিদ্দিকুর রহমান, কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুরের পাথরঘাটা গ্রামে দুধে ভেজাল মিশ্রিত করে দুধ উৎপাদন করার অপরাধে ৩ জনকে ৩ লক্ষ  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা মনোহরনগর গ্রামের ঘোষ পাড়ায় ভেজাল দুধ উৎপাদন  খামারিতে অভিযান চালিয়ে ঐ গ্রামের  সঞ্জয় ঘোষ এর ছেলে জয়দেব ঘোষ,  সন্তোষ ঘোষের ছেলে, শয়ন ঘোষ, রবিন ঘোষ এর ছেলে সজীব ঘোষকে গরুর দুধে জেলি, তৈল মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক তিন লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ সমূহ উদ্ধার পুর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ কেশবপুর প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অলকেশ কুমার সরকারসহ থানা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

আরো পড়ুন

সর্বশেষ