শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান 

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হলেন মো. তুহিন হোসেন। সোমবার তুহিন হোসেন কেশবপুর উপজেলার ৩৩তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তুহিন হোসেন ৩৫তম বিসিএস এর মাধ্যমে প্রশাসনিক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তাঁর নিজ বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
তিনি এর আগে মাদারীপুর জেলা প্রশাসনিক কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
কেশবপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন পদোন্নতি পেয়ে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন।
সোমবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনকে বিদায়ী ইউএনও এম এম আরাফাত হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারাও নবাগত ইউএনওকে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা।#

আরো পড়ুন

সর্বশেষ