হাবিবুর রহমান হবি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ আসনের নৌকা মার্কা প্রার্থী শাহীন চাকলাদারের নির্বাচনী পথসভা বৃহস্পতিবার কেশবপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়। সভায় শাহীন চাকলাদার সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামী সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক জোসনা আরা বেগমসহ জেলা উপজেলার শীর্ষ নেতৃ্ন্দ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মি অংশ গ্রহণ করেন।, ব্যাপক উপস্থিতি দেখে শাহিন চাকলাদার আবেগে আপ্লুত হয়ে যান। সভায় সমস্বরে সবাই একবাক্যে শেখ হাসিনার মনোনীত প্রার্থী শাহিন চাকলাদারকে বিজয়ী করার প্রত্যায় ব্যাক্ত করেন।
সভায় শাহিন চাকলাদার বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিবেন। তিনি বলেন, নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে কেশবপুরের জলাবদ্ধতা দুর করা।

