কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মনিরুল ইসলাম নামের এক যুবদল নেতা মারা গেছে। এসময় আহত হয় আরও ৩ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার বরনডালি গ্রামের আলী বক্সের ছেলে মনিরুল ইলামের সাথে পাওনা টাকা নিয়ে একই গ্রামের সবুজ হোসেন, লিটন, রুবেল, সালাউদ্দীনের বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে সরসকাটি বাজারে এরই জের ধরে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মনিরুল ইসলাম, কাজেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হয়।
তাদের মধ্যে মনিরুল ইসলামের মাথায় রড দিয়ে আঘাতের ফলে মাথার ভেতর রড ঢুকে যাওয়ায় সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সঙ্গাহীন অবস্থায় প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ‘র লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বাবা আলী বক্স নিশ্চিৎ করেছেন। এ সময় বাজারের লোকজন ধাওয়া করে সবুজ হোসেন ও লিটনকে ধরে বাজারের একটি দোকান ঘরে আটকিয়ে রেখে পুলিশে সোপর্দ করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

