কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়, শুক্রাবার (২০ জুন) বেলা ১২ টার দিকে কেশবপুর উপজেলার বারইহাটি গ্রামের মোজাম মোল্যার ছেলে আশানুর রহমান (৪০) একই গ্রামের জনৈক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যাকে মোবাইলে কাটুন দেখার কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে পার্শ্ববতী উত্তর কর্মকারের পাট ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এসময় শিশুটি আত্মচিৎকারে দিলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসলে সে তাকে ছেড়ে দেয়। এ খবর পেয়ে শিশুটির পিতা ঘটনাস্থল এসে তার কন্যাকে উদ্ধারসহ ধর্ষককে বাড়ি থেকে ধরে এনে বেদম মারপিট করে। এরপর তারা কেশবপুর থানায় এসে তার কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি অভিযোগ করেন।
এরপরই এলাকার মাতব্বদের চাপে শিশুটির পিতা থানায় দাখিরকৃত অভিযোগটি আবার লিখিত ভাবে প্রত্যাহার করে নেন। থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর থানা পুলিশ শিশুটির ডাক্তারি পরিক্ষা না করে মিমাংশার জন্য তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন।
বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্য ব্যাপক ক্ষোভের সৃস্টি হয়েছে। মেয়ের পিতা বলেন, তার মেয়েকে ধর্ষনের চেষ্টার ঘটনায় আজ শনিবার (২১ জুন) সন্ধায় স্থানীয় মাদরাসা মাঠে এক শালিসী বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় মাতব্বরা বিচারে যে সিদ্ধন্ত নিবেন সেটা তিনি মেনে নেবেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, বারইহাটি গ্রামের আশানুর রহমান শুক্রবার দুপুরে একটি শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটির আত্তচিৎকারে সে তাকে ছেড়ে দেয়। এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

