কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোজ-ধীরাজ একাডেমির উদ্যোগে ধীরাজ ভট্টাচার্যের জন্মভূমি পাঁজিয়াতে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এম এ হালিমের সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাগেরহাটের সরকারি পিসি কলেজের সহকারী অধ্যাপক কবি এমরান হোসেন। মূখ্য আলোচক ছিলেন, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাসেম আলী ফকির। বিশেষ অতিথির বক্তব্য দেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও পাঁজিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আলী আব্বাস। আলোচনার শেষে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
