শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা দেওয়া হয়।
চারুপীঠ একাডেমির সহ সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে গাছের চারা তুলে দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম এবং আমরা সাজাবো কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। গাছের চারা হিসেবে আম, পেয়ারা ও কাগজি লেবুর কলম দেওয়া হয়। গাছের চারা পেয়ে প্রতিবন্ধীরা খুশি প্রকাশ করেন। এ ছাড়া চারুপীঠ একাডেমির পক্ষ থেকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। #

আরো পড়ুন

সর্বশেষ