কেশবপুর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধে কেশবপুরে প্রতি পক্ষের হামলায় মুনসুর আলি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে কেশবপুর পৌর সদরের আলতাপোল গ্রামের গোলাম শেখের ছেলে মুনসুর আলির সাথে একই গ্রামের জনৈক ইক্তিয়ার হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার দুপুরে প্রতি পক্ষের হামলায় মুনসুর আলি গুরুতর আহত হয়। এরপর তাকে প্রথমে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখা দিলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহত মুনসুর আলির পরিবার সূত্রে জানা গেছে।
কেশবপুরে প্রতি পক্ষের হামলায় বৃদ্ধ নিহত

Previous article
Next article
