কশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে শুক্রবার প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এদিন বিভিন্ন প্রাণীর প্রদর্শনী স্টল বসে। প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ছাগল, রাজহাঁস, টার্কিসহ বিভিন্ন জাতের পাখি আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম, কার্ত্তিক চন্দ্র রায়, গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে আনা বিভিন্ন প্রাণি লালন পালন করা কৃষকদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ। #
