শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন নির্ধারণসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বিকেলে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম গোলাম হোসাইন, কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী মোড়ল, আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবু, শিক্ষক আমজাদ হোসেন, হযরত আলী, ফিরোজ সুলতান প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ