কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বানভাসি মানুষের মাঝে যশোর জেলা বিএনপি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল ও আলতাপোল নামক স্থানে টোঙ ঘরে, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, চিড়া, মুড়ি ও লবণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দেশ ও জনগনের সকল দুর্যোগে দুর্বিপাকে বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো এবং আগামীতেও থাকবে। সারাদেশে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে কেশবপুর উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও বিএনপির এমন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

