শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন 

আরো খবর

কেশবপুর  (যশোর) প্রতিনিধি: শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুগাচার্য্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্ঠমী পালন করা হয়। এ উপলক্ষে কেশবপুর পূজা উদযাপন পরিষদ ও কেশবপুর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আলোচনা সভা, মঙ্গল শোভা যাত্রা ও প্রসাদ বিতরণ করা হয়।
পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও মঙ্গল শোভা যাত্রার অগ্রভাগে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ এবং পূজা উদযাপন কমিটির আলোচনা সভা ও মঙ্গল শোভা যাত্রার অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। পুজা উদযাপন কমিটি শহরের শ্রী গঞ্জ কালীতলা মন্দির প্রাঙ্গণে ও পুজা উদযাপন পরিষদ আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে দিবসটি উদযাপন করে।
বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী  মানুষের সাথে বিএনপির নেতা কর্মীরা বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে পৃথক পৃথক ভাবে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাস্থলে হাজির হন।

আরো পড়ুন

সর্বশেষ