কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ১৩ সদস্য বিশিষ্ঠ ৫বছর মেয়াদী পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন খন্দকার শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন। এছাড়া কমিটির সহসভাপতি হয়েছেন মোঃ আসাদুজ্জামান, মোঃ আবুবক্কক সিদ্দিক বিল্লাল ও বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথ।
সহসাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গৌতম সেন, সুকেশ অধিকারী ও নুরুল হুদা। এছাড়া আলহাজ¦ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রমেশ পালকে কোষাধ্যক্ষ, মোঃ জাহাঙ্গীর হোসেনকে প্রচার সম্পাদক ও আবুল বাশার ও মোছাঃ নাজমা খাতুনকে কমিটির সদস্য করা হয়েছে। গত ২ এপ্রিল কেশবপুর পৌর সদরের মধ্যকুল বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে আহবায়ক কমিটির এক সভায় উপস্থিতি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি ঘোষনা করা হয়। কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতি বাংলাদেশ সড়ক পরিহবন সমিতির অন্তভ’ক্ত।
এদিকে খন্দকার শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি পরেশ কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক শামীম আক্তার মুকুলসহ ক্লাবের সকল নের্তৃবৃন্দ।

