একাত্তর ডেস্ক:যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন তালিকায় থাকা সাবেক ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম পরিবর্তনের গুঞ্জনে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
দীর্ঘ ১৬ বছর পর নিজ জন্মভূমিতে ফিরে আসা এই তরুণ নেতার পক্ষে কেশবপুরের প্রতিটি প্রান্তে যে জনসমর্থন তৈরি হয়েছে, মনোনয়ন পরিবর্তনের ইঙ্গিতে তাতে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করছেন স্থানীয়রা
সাধারণ ভোটারদের মতে, শ্রাবণ রাজপথের লড়াই-সংগ্রাম থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে এলাকায় দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কয়েকজন পেশাজীবী জানান, “শ্রাবণ কেশবপুরের মাটির সন্তান। তিনি দীর্ঘ সময় হামলা-মামলা ও জুলুম সহ্য করেও দলের ঝাণ্ডা ধরে রেখেছেন। এখন চূড়ান্ত মুহূর্তে তার মনোনয়ন নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে তৃণমূলের আবেগের ওপর আঘাত হানা।
তৃণমূলের দাবি, কোনো বিতর্কিত বা অপরিচিত মুখ নয়, বরং রাজপথের লড়াকু সৈনিক কাজী রওনকুল ইসলাম শ্রাবণকেই চূড়ান্ত তালিকায় রাখা হোক।
অন্যথায় সাধারণ মানুষ এই সিদ্ধান্ত মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ভোটাররা।

