শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্ত্রীয় ছাত্রদল সাবেক সভাপতি শ্রাবণ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই মতবিনিময় করেন। এ সময় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ নিজেকে যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করেছেন।

 

তিনি বলেন, দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করার জন্য এসেছি। কেশবপুরের মাটি ও মানুষের সাথে মিশে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।কেশবপুরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ প্রমুখ। মতবিনিময় সভা শেষে শহীদ তৌহিদুলের কবর জিয়ারত করেন এবং বিকেলে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরো পড়ুন

সর্বশেষ