শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
চলতি অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর খেসারি ও অড়হড় ফসলের আবাদসহ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যশোরের কেশবপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর কেশবপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার কৃষকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, নাজমুল হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ