শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে ছেলের হাতে পুরস্কার তুলে দিল মা

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি: “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপনের সমাপনী দিনে কেশবপুর উপজেলা হল রুমের মিলনায়তনে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হলো।
বুধবার সকালে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে।
এদিন চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য প্রতিযোগিতা, প্রাক-শিশুদের ও শিশু বিকাশ শ্রেণির শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানেই দেখা যায় এক বিরল দৃশ্য। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘ক গ্রুপে’ অংশগ্রহণ করে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুনের ছেলে আহনাফ তাজওয়ার রাফাত দ্বিতীয় স্থান লাভ করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রেকসোনা খাতুন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী ছেলে আহনাফ তাজওয়ার রাফাতের হাতে তিনি নিজেই পুরস্কার তুলে দেন। মায়ের হাত থেকে ছেলের পুরস্কার নেওয়ার এই মুহূর্তটি উপস্থিত সবার কাছেই এক আনন্দঘন স্মৃতি হিসেবে স্থান করে নেয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি রেকসোনা খাতুন শিশুদের উদ্দেশে বলেন “শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে আমরা শিশুদের অধিকার ও তাদের প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে নতুন করে সচেতন হই।
সন্তানের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তবে আজকের এই পুরস্কার কেবল আমার সন্তানের নয়, এটি এখানে অংশগ্রহণকারী প্রতিটি শিশুর পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি। আমি চাই প্রতিটি শিশু মুক্তভাবে, আনন্দময় শৈশবের মধ্য দিয়ে বেড়ে উঠুক এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাক।”
আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ