কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে সেই ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পরিচালককে ১ লাখ টাকা জমিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ জুন) পিটিএফ‘র পরিচালক আবুল কালাম আজাদ ইকতিয়ারের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতি ছাড়াই (ডাক্তারি) ভুয়া সার্টিফিকেট বিক্রি করার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে, বিষয়টি প্রশাসনের নজরে আসে।
সে আলোকে সোমবার কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেকসোনা খাতুন বেলা ১২টার দিকে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌর শহরের থানার পশ্চিম পাশে অবস্থিত পিটিএফের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ ইকতিয়ারের নিকট প্রতিষ্ঠান পরিচালনার জন্য বৈধ কাগজ পত্র দেখতে চান। এসময় তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে নির্বাহী ম্যাজিট্রেট তাকে একলাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় নগত একলাখ টাকা দিয়ে তিনি রক্ষা পান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রেকসোনা খাতুন বলেন, সোমবার কেশবপুরে পিটিএফ কার্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ ইকতিয়ারকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় জরিমানার টাকা পরিশোধ করলে তার জেল মওকুপ করা হয় এবং এরপর এই প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

