রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ভেজাল দুধ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল দুধ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ শরীফ নেওয়াজ।

 

গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে শংকর ঘোষকে ওই টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। এসময় ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ