কেশবপুর(যশোর) প্রতিনিধি: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কেশবপুরে বাড়ছে অচেনা লোকের সমাগম। তার মধ্যে ১০ জন নারী একজন পুরুষের সমন্বয়ে অনেকগুলো দল দেখা যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়। যারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। উদ্দেশ্যটা হয়ত বা ভাল।
তবে সাধারণ ভোটাররা তাদেরকে ভালভাবে গ্রহণ করতে পারছেন না। অনেকে বিরুপ মন্তব্য করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেছেন, জয় নিশ্চিত করার জন্য প্রার্থীরা ভোট প্রার্থনায় নানা ধরনের কৌশল অবলম্বন করবেন এটি স্বাভাবিক।
কিন্তু ১০ নারী এক পুরুষ দলের ভোটোর প্রচারণার সাথে কেশবপুরের মানুষ অভ্যস্থ নন। তাদের বেশ ভুষা ভাষা সবই অন্যরকম। উপজেলার মোমিনপুর গ্রামের মাহফুজা নামে একজন ভোটার জানান, সত্যিকারের কোন প্রার্থী বা কর্মী যখন ভোট চাইতে আসেন তখন তাদের মধ্যে আন্তরিকতা লক্ষ করা যায়। তারা বাড়ি এস বসে পান খায় গল্প করে। তার পর নানা ধরনের অনুনয় বিনয় করে ভোট প্রার্থনা করেন।
কিন্তু ওই দশ নারীর মধ্যে তেমন কোন ভাব দেখা যায়নি। তারা সকলেই অচেনা। এর আগে কখনও এমন নারীর দল ভোট চাইতে দেখা যায়নি। তারা কোন রাজনৈতিক দলের কর্মীও নন। তাদের কথা এবং পোষাক দেখে মনে হয় জন কিনে তাদের কেউ ভোট চাইতে পাঠিয়েছেন।

