কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লায়লা আফরোজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
সভায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোক সজ্জা, নতুন পতাকা ব্যবহার, ৫০ বার তোপধ্বনি, পু®পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।#

