বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে মাসব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুরু

আরো খবর

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মঙ্গলবার ১১টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০টি কর্মসূচি পালন করা হবে।
উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুাফিজুল ইসলাম মুক্ত বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পরিষদের হলরুমে মঙ্গলবার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, মঙ্গলবার বিকেলে ইউনিয়নের সুজাপুর বর্ষাখোড়ার মোড়ে এলাকাবাসীর উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচির অংশ হিসেবে বাউল গানের আয়োজন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। মার্চ মাসব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০টি কর্মসূচি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ