শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে লীগপন্থী ইউপি সদস্যের ঘেরের মাছ লুটের পর ধান কেটে নেয়ার অভিযোগ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের কেশবপুর উপজেলায় জোরপূর্বক ১০ কাঠা জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কামরুজ্জামান কামাল। তিনি আওয়ামী লীগ মতাদর্শী ও কেশবপুর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
তিনি মঙ্গলবার (৬ মে) দুপুরে কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এঅভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন,গত ৫ মে তার নিজের মালিকানাধীন জমি থেকে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে কামাল আরো বলেন,“বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম (সহ-কোষাধ্যক্ষ, কেশবপুর উপজেলা বিএনপি) ও রফিকুল ইসলাম (সভাপতি, ৬নং কেশবপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি), তাদের অনুসারীদের সঙ্গে নিয়ে জোরপূর্বক আমার জমির পাকা ধান কেটে নেয়। এক মাস আগে তারা আমার মৎস্য ঘের থেকে মাছও লুট করেন।
এছাড়া ওইসব ব্যক্তিরা আমার এবং আমার পরিবারবর্গের প্রতি জীবন নাশের হুমকি দিয়ে চলেছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ