রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি (যশোর):যশোরের কেশবপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মতবিনিময় সভা, শিক্ষা উপকরণ বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিলর রশিদ, কবি ও লেখক মুহম্মদ শফি। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি মুনছুর আলী।
অনুষ্ঠানে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করাসহ বৃত্তি প্রদান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দুপুরে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিথিবৃন্দ সততা স্টোর উদ্বোধন করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ