শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে  শিল্প  মিটার চুরির হিড়িক

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে   বিদ্যুতের শিল্প  মিটার চুরি হচ্ছে। সংঘবদ্ধ চোরের দল  শুধু মিটার চুরি করে  থেমে থাকছে না চুরির সাথে  সাথে বিদ্যুতের পিলারে ঝুলিয়ে রাখছেন চোরের কন্টাক্ট ফোন নাম্বর । নাম্বারে যোগাযোগ করলেই বলতে হচ্ছে কোন লোকেশন থেকে মিটার চুরি হয়েছে।  অতঃপর দাবি করা হচ্ছে ৫ হাজার টাকা।

তথ্য সূত্রে জানতে পারি, আজ ২৭-০৫-২৫ রবিবার দিবাগত রাতে   ত্রিমোহিনী, সাতবাড়িয়া  জাহানপুর বাজার, ভাল্লুকঘর, নিমতলা, কাস্তা গ্রাম থেকে   ৮টি এবং এর পূর্বে মজিদপুর গ্রাম  থেকে  মিটার চুরি হয়েছে।

সাতবাড়িয়া বাজার থেকে জানান হয়েছে, চোরের নাম্বারে যোগাযোগ করে মোবাইল টাকা পাঠালে সময় মত রেখে যাচ্ছেন মিটার। একই ঘটনা ঘটেছে কাস্তা গ্রামে।কিন্তু এখানে আশ্চর্যজনক  ব্যাপার হলো আপনার হারিয়ে যাওয়া মিটার ১

বছরের জন্য গ্যারান্টি সহকারে ফেরত দিয়ে যাচ্ছে।  যে মিটারটি চুরি হবে সেটা আর ১ বছরের মধ্যে চুরি হবে না।

গত বেশ কয়েকদিন ধরে কেশবপুর  মিটার চুরি হওয়ার ঘটনায় উপজেলা জুড়ে মিটার মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  কিন্তু এই বিষয়ে প্রশাসন  কোন  ভূমিকা রাখছেন না বলে  সাধারণ মানুষের মাঝে আলোচনা, সমালোচনা চলছে। সাধারণ মানুষের বক্তব্য হলো,যেখানে চোর তার  যোগাযোগ নাম্বার দিয়ে যাচ্ছে এটাই সব থেকে বড় তথ্য তারপরও  প্রশাসন কোন ভূমিকা রাখছেন না?উপজেলা জুড়ে শরবত একই প্রশ্ন। #

 

আরো পড়ুন

সর্বশেষ