কেশবপুর প্রতিনিধি:কেশবপুরে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সুজন এর কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ঢাবিয়ান কেশবপুর শাখার সভাপতি নাসির গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কেশবপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, মাছ বাজার আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বুলু বিশ্বাস), বেসরকারি সংস্থা ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমাল আলী, পাঁজিয়া মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এস এ হালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সাহা, কেশবপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শংকর পাল, কেশবপুর জুয়েলার্স সমিতির যুগ্ম সম্পাদক কাত্তিক রায় প্রমূখ।

