শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ৩৯ বছর পর নিজস্ব জমিতে কালীপূজা 

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার সরাপপুর দক্ষিণপাড়া সর্বজনীন কালিমন্দিরে প্রায় ৩৯ বছর পর মন্দিরের নিজস্ব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে কালীপূজা।

দীর্ঘদিনের বিরোধ চলায় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার মন্দিরের নামে রেকর্ডকৃত জমিতে  পূজা উদযাপন সম্ভব হয়েছে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘ চার দশক ধরে নানা কারণে নিজস্ব জমিতে পূজা অনুষ্ঠিত হচ্ছিল না। এবারে সকলের সমন্বয় ও সহযোগিতায় মন্দিরের রেকর্ডকৃত জমিতে পূজার আয়োজন করতে পারায়  এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

এ বিষয়ে জানতে চাইলে চিংড়া ক্যাম্পের আইসি এসআই শামীম হোসাইন বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ