রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে  ৪টি প্রাইভেট হাসপাতাল বন্ধের নির্দেশনা জারি

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:কেশবপুরে  ৪টি প্রাইভেট হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেন যশোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা।

রবিবার ৪টি ভিন্ন ভিন্ন স্বারকে  কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলগীর স্বাক্ষরিত চিঠিতে হাসপাতাল মোড়ে অবস্থিত কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার,মাতৃমঙ্গল  কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল, মাইকেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এবং পাঁজিয়া রোড়ে অবস্থিত  কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ  ঘোষনা। এর আগে বৃহস্পতিবার মৌখিক নির্দেশ দিয়েছিলেন সিভিল সার্জন।

চলতি বছরের ফেব্রুয়ারি কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এক রোগীর অপারেশন করাকালীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন ভুয়া চিকিৎসক আটক  এবং  ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

পরর্তীতে ২৩ মার্চ- চালু হয়  কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার এর সকল কার্ক্রম। একমাস যেতে না যেতেই আবারো যশোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানার অভিযানে বন্ধ ঘোষনা করা হল কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার।

 

 

আরো পড়ুন

সর্বশেষ